লৌহজংয়ের বড়মোকাম বাজারে অনুমোদন ও ফাউন্ডেশন ছাড়াই ভবন নির্মাণ করা হচ্ছে
লৌহজং উপজেলার বড়মোকাম বাজারে কোনো ধরনের অনুমোদন ও ফাউন্ডেশন ছাড়াই দোকান ঘরের ওপর নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। বিল্ডিং কোড অনুসরণ না করেই ৭ ফুট জমির ওপর যেনতেনভাবে নির্মাণ করা হচ্ছে। এতে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা সাধারণ ব্যবসায়ীদের। বাজার ব্যবসায়ীরা জানান, বহুতল ভবনটি ফাউন্ডেশন ছাড়া নির্মাণ করা হচ্ছে। নির্মাণ ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি। মানা হয়নি বিল্ডিং কোড অর্থাৎ ভবন নির্মাণের সরকারি নীতিমালা। করা হয়নি পাইলিং। একটি ভবন হতে আরেক ভবনের নির্দিষ্ট পরিমাণ দূরত্ব রাখার নিয়ম থাকলেও এই ভবন নির্মাণ করা হচ্ছে পাশের ভবনগুলো ঘেঁষে। ৭ হাত দোকানের ওপর বাজারের মধ্যে এমন ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ করায় আতঙ্কে আছেন আশপাশের ভবন মালিকগণ ও ব্যবসায়ীরা। যে কোনো সময় ধসে পড়তে পারে ভবনটি এমন আশঙ্কা করছেন বাজারের ব্যবসায়ীরা। বাজারের ব্যবসায়ী দেলোয়ার বলেন, এত ছোট দোকান ঘরের ওপর এত উঁচু বিল্ডিং নির্মাণ করছে আমরা ভয়ে আছি যে কোনো সময় ধসে পড়ে আমার মৃত্যু হতে পারে।
ব্যবসায়ী বাবুল দেওয়ান বলেন, ৭ ফুট প্রশস্ত ও ১০ ফুট লম্বার দোকানের ওপর চারতলা ভবন কিভাবে নির্মাণ চলছে, আতঙ্কে আছি। ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, বাজারের ভেতরে এইটুকু জমিতে চারতলা ভবন নির্মাণ করল যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পরে। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ভবনের মালিক মেরাজ শেখ বলেন, অনেক আগে পিলার করে রেখেছিলাম। আর্থিক সংকটের কারণে এতদিন কাজ বন্ধ ছিল, নিচে ভিম করে ভবনটি নির্মাণ করছি। ইঞ্জিনিয়ার বলছে ১০ তলা করা যাবে। তবে কোনো প্ল্যান বা কাগজপত্র তিনি দেখাতে পারেননি। গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, ‘ভবনটি নির্মাণে তিনি কোনো ধরনের অনুমোদন দেননি। এছাড়াও এ ভবন নির্মাণ স¤পর্কে আমাকে কিছু জানানো হয় নাই।’ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ইউপি সচিবকে পাঠিয়ে খোঁজখবর নিচ্ছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।