ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত: ১৯:৪৬, ২৭ নভেম্বর ২০২৪; আপডেট: ১৯:৫৮, ২৭ নভেম্বর ২০২৪

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

খেলা শেষে বিজয়ী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা

ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলে অনুষ্ঠিত হয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা। বুধবার আয়োজন শেষে খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিহাব উদ্দিন আহমদ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রান্ত ডায়গনেস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মনসুর আলম চন্দন, ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলের সভাপতি সফিক উল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুল, মুক-বধির বিদ্যালয় এবং বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়য়ের ৫০ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করেছে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস। 

দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার, যেমন খুশি তেমন সাজ, গান এবং নাচের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণীদের মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এছাড়া অংশগ্রহণ করা প্রত্যেক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দেয়া হয়েছে সম্মাননা স্মারক।

রুমেল খান

×