গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো: আসাদুজ্জামানের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ডা: আব্দুর রহিম সরকার, বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক শওকতজামান, পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন, বিএনপি নেতা আলতাব হোসেন পাতা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রনি, সদস্য সচিব মনির, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তাজনুর ইসলাম, সেক্রেটারী মাজহারুল ইসলাম, শহীদ জুয়েলের বাবা ও মাসহ অন্যান্যরা।
সভায় বক্তারা জুলাই-আগস্ট বিপ্লবে শহীদের স্বপ্ন বাস্তবায়নে সকলে মিলেমিশে কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। সেই সাথে শহীদেও আত্মার মাগফেরাত কামনাসহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকতজামান।