গাজীপুর মহানগরীর হাতিমারা ডিগ্রী কলেজের নবীন বরণ অনুষ্ঠান
গাজীপুর মহানগরীর হাতিমারা ডিগ্রী কলেজের নবীন বরণ অনুষ্ঠান বুধবার বিকেলে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মুত্তালিব মিয়ার সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান।
আরো বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ মোঃ আকবর হোসেন, শিক্ষার্থী মোঃ মাহমুদুল হাসান মারুফ, রুহানা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, আমাদের প্রধান সম্পদ হচ্ছে মানবসম্পদ। মানব সম্পদের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করার জন্য সিলেবাস পরিবর্তন সহ সব রকম উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, লেখাপড়া শেষ করে কোন শিক্ষার্থী যেন বেকার বসে না থাকে এবং উদ্যোক্তারা যেন শিক্ষার্থীদের ডেকে ডেকে নিয়ে উচ্চ বেতনে চাকরি দেয় সেই ব্যবস্থা করা হবে।
সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না তারা যে কারিকুলামে শিক্ষার্থীদের লেখাপড়া করায় আমরাও সেই কারিকুলামে লেখাপড়া করানোর জন্য উদ্যোগ গ্রহণ করছি। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করার জন্য আহ্বান জানান।
শহিদ