ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

রাণীশংকৈলে যে গাছের ডাল কাটা মানা

নিজস্ব সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৮:০৮, ২৭ নভেম্বর ২০২৪

রাণীশংকৈলে যে গাছের ডাল কাটা মানা

দূর থেকে দেখতে আম গাছের মতো হলেও আসলে এটি একটি বটগাছ গাছের নিচে রয়েছে আব্দুল কাদের অরফে জঙ্গল বিলাস পীর নামে এক ইসলাম প্রচারকের কবর গাছটির ঠিক বয়স কত সেটি কেউ জানেন না সেই কবরকে ঘিরে আশপাশের কয়েক এলাকার মানুষ করে বিভিন্ন আশা পূরণের মানত আশা পূরণ হোক, আর না হোক মানত অনুযায়ী বাধ্যতামূলক শিরনি (খাবার) বিতরণ করা হয় সপ্তাহের বুধবার বৃহস্পতিবার জনশ্রুতি রয়েছে বিশাল বটগাছের ডাল কেউ কাটতে পারে না কাটলে তার ক্ষয়ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে

ভয়ে কেউ কাটে না গাছের ডাল অলৌকিক বট গাছটির অবস্থান রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির পাশে রাস্তার ধারে ওই এলাকার বাসিন্দা খুরশিদ শাওন বলেন, 'নুরুল নামে স্থানীয় এক যুবক একবার ওই গাছের ডাল কেটে সমস্যায় পড়েছিলেন গাছের ডাল কাটলে অলৌকিক ভাবে ক্ষতি হওয়ার কারণে, এলাকার কোনো মানুষ ভয়ে ওই গাছের ডাল কাটে না গাছের নিচে আমার কয়েক শতক জমি রয়েছে যাতে চাষাবাদ হয়না' উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন,'গাছের ডাল কাটলে ক্ষয়ক্ষতি হবে এটির বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই কুসংস্কারের কারণে মানুষ আসলে ভয়ে গাছের ডাল কাটে না'

×