ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহত ৬ পরিবাার পেল সরকারি অনুদান সহায়তা

নিজস্ব সংবাদদাতা, জামালপুর

প্রকাশিত: ১৭:৫৮, ২৭ নভেম্বর ২০২৪; আপডেট: ১৭:৫৮, ২৭ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহত ৬ পরিবাার পেল সরকারি অনুদান সহায়তা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহত জামালপুরের মেলান্দহের ছয়টি পরিবারের সদস্যদের মাঝে ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে দোয়া ও আলোচনা সভা শেষে তাদের মাঝে চেক বিতরণ করা হয়।  মেলান্দহ উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী রফিকুল হক, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান, উমির  উদ্দিন পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোহন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শাহ জামাল, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদুল ইসলাম প্রমুখ। পরে নিহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। আলোচনা সভা ও দোয়া শেষে  নিহত চার জন আহত দুই জনের পরিবারের সদস্যদের হাতে প্রত্যেককে পাঁচ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

×