ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ১৭:১৮, ২৭ নভেম্বর ২০২৪; আপডেট: ১৭:১৯, ২৭ নভেম্বর ২০২৪

জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ গাজীপুর জেলা শাখার সদস্যরা।  বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে  চাকুরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এ কর্মসূচি পালন করেন।

২১ রাইফেল ব্যাটালিয়নের সিনিয়র হাবিলদার মো: আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মানবন্ধনে বক্তব্য রাখেন পিলখানা হত্যাকান্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্য'র আহ্বায়ক এ্যাড. আব্দুল আজিজ।

মানববন্ধনে বক্তারা পিলখানা হত্যাকান্ডের পুনরায় তদন্ত ও পুনরায় বিচার করে খুনিদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার ঘটনায় ফ্যাসিস্ট সরকারের দ্বারা শহীদ সেনা অফিসার, শহীদ বিডিআর অফিসার ও অন্যান্য শহীদদের গেজেট আকারে শহীদ ঘোষনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর জর্জকোর্টের আইনজীবী এ্যাড. রিয়াজুল সালেহ মিশুক, বিডিআর কল্যাণ পরিষদের গাজীপুর জেলার সমন্বয়ক নাসির উদ্দিন, ৪ রাইফেলস ব্যাটালিয়নের   ল্যান্স নায়েক হারুন অর রশিদ, বিডিআর সন্তান মো: শান্ত ইসলাম, মেহেদী হাসান, মো: তৌহিদুল ইসলাম প্রমুখ।

এসময় চাকুরিচ্যুত বিডিআর সদস্য, বিডিআর সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

×