মানিকগঞ্জের সাটুরিয়ায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভু্যত্থানে শহীদ ও আহতদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ১১ টার দিকে সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহম্মদ,সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা, মো. মামুন উর রশিদ,যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান,সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম,উপজেলার দড়গ্রাম গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নিহত শহীদ আফিকুল ইসলাম সাদের কাকা সাগর হোসেন,ছাত্র-জনতার গণঅভু্যত্থানে পুলিশের গুলিতে আহত হওয়া উপজেলার দড়গ্রাম গ্রামের জাহেদুর রহমান,চর ধানকুরা গ্রামের সজিব হোসেন ও চর তিল্লী গ্রামের মিজানুর রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইমরান হোসেন,সমবায় কর্মকর্তা মাকসুদ হোসেন,সাটুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মজিবর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লা,ইউএনও কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা আবূ রাহাত প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন উপজেলা প্রশাসশেনের পক্ষ থেকে পুলিশের গুলিতে আহত জাহেদুর রহমান,সজীব হোসেন ও মিজানুর রহমানের উন্নত চিকিৎসার জন্য সব ধরণের সহযোগিতা করার বিষয়ে আশ্বাস প্রদান করেন।
আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাসুদুর রহমান।
রাজু