হবিগঞ্জ জেলার লাখাইয়ে মাছ কেনা নিয়ে বাগবিন্ডার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে লাখাই বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, বিকেলে বাজারে মাছ ক্রয় করা নিয়ে উপজেলার স্বজনগ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে কামাল মিয়ার সঙ্গে একই গ্রামের আবু মিয়ার ছেলে জিলু মিয়ার বাগবিতন্ডা হয়।
এনিয়ে রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়। পরে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলীসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
ওসি বন্দে আলী বলেন, বাজারে মাছ কেনাবেচার সময় কথা কাটাকাটির জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মাছ কেনা নিয়ে সংঘর্ষে শতাধিক আহত
শীর্ষ সংবাদ: