ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

তিতাসে

ভিটেমাটি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি

প্রকাশিত: ১৬:৩৮, ২৭ নভেম্বর ২০২৪

ভিটেমাটি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদের অভিযোগ

কুমিল্লার তিতাসে এক অসুস্থ বিধবা বৃদ্ধা মমতাজ বেগম (৭০) ও তার দৃষ্টি প্রতিবন্ধী মেয়েসহ পরিবারকে পৈত্রিক ভিটেমাটি থেকে মারধর করে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে।ভিটেমাটি হারিয়ে অন্যের বাড়ীতে অনাহারে-অর্ধাহার মানবেতর জীবন কাটছে উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন মানিককান্দি গ্রামের মৃত দাউদ হোসেনের পরিবারটির।

জানাযায়, স্থানীয় সাবেক চেয়ারম্যান মানিককান্দি গ্রামের আবুল হোসেন মোল্লা ও সাইফুল ইসলাম মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে সহিংসতা চলে আসছিল। সহিংসতায় আবুল হোসেন মোল্লার ছেলে জহির নিহত হয়। এরপর ওই মামলায় সাইফুল মেম্বারসহ তার পরিবার গত কয়েক বছর পলাতক ছিলো।
৫আগস্টের অভ্যুত্থানের পর সাইফুল মেম্বার তার গ্রুপের লোকজনসহ এলাকায় উঠে। 

ভিটেমাটি হারা বৃদ্ধা মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, আমি ও আমার পরিবার আবু মোল্লার ইট ভাটায় কাজ করার কারণে সাইফুল মেম্বার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমাদেরকে মেরে বাড়ী থেকে বের করে দিয়ে উঠানে সবজি চাষ করছে। শ্বাসকষ্টের রোগী মমতাজ বেগম ও তার দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে নাছিমা বেগম ও দেলোয়ারা বেগমসহ তাদের পরিবার সাইফুল মেম্বারের প্রতিহিংসার স্বীকার বলেও জানান তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলাম মেম্বার বলেন, আমি কাউকে উচ্ছেদ বা তাড়িয়ে দেই নাই।আমরা বাড়িতে ফেরার আগেই ওরা বাড়ী ঘর ছেড়ে চলে গেছে। তারা আবু মোল্লার আশ্রয়ে আমার ক্রয়কৃত ভিটায় ঘর তুলে জোর করে বসবাস করতো। তাই তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি। তাদের জায়গা সঠিক হলে কাগজপত্র নিয়ে আসুক।

এ বিষয়ে তিতাস থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
 

রাজু

×