ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ

স্টাফরির্পোটার,নীলফামারী।।

প্রকাশিত: ১৬:১২, ২৭ নভেম্বর ২০২৪

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ

চট্টগ্রামে আদালত চত্বরে সংঘটিত সন্ত্রাসী হামলা ও আ্যডভোকেট সাইফুল ইসলামকে  হত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, “ল” ইয়ার কাউন্সিল এবং সর্বস্থরের ধর্মপ্রাণ মুসল্লিদের যৌথ আয়োজনে  এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
বিক্ষোভ মিছিলটি জেলা জজ চত্বর থেকে  শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে  প্রধান ডাক ঘরের সামনে  এসে প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

সমাবেশে জেলা বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতারা একাত্বতা ঘোষনা করেন। সমাবেশে আ্যডভোকেট সাইফুল ইসলাম হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যার বিচারসহ উগ্রবাদী জঙ্গী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানান বক্তারা।  
জেলা জজ কোটের পাবলিক প্রসিকিউটর গোলাম মোস্তফা সজিবের সঞ্চলনায়, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি (জিপি)এ্যাডঃ আবু মোহাম্মদ সোয়েমের সভাপতিত্বে  এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রায়হান, সোহেল রানা, সাইয়েদ গোলাম আজম, মেহেদী হাসান আশিক, ইসমাইল হোসেন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, “ল” ইয়ার কাউন্সিলের সভাপতি এ্যাডঃ আল ফারুক আব্দুল লতিফ,এ্যাডঃ রবিউল আহসান, এ্যাডঃ আল মাসুদ চৌধুরী, এ্যাডঃ আসাদুজ্জামান রিনো, এ্যাডঃ মামুনুর রশীদ পাটোয়ারী, এ্যাডঃ আনিছুর রহমান আজাদ প্রমুখ।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ নিশ্চিত করে বলেন অনুষ্ঠিত বিােভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

জাফরান

×