ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

আশুলিয়ায় ফের বকেয়ার দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥

প্রকাশিত: ১৫:৫২, ২৭ নভেম্বর ২০২৪

আশুলিয়ায় ফের বকেয়ার দাবিতে বিক্ষোভ

বিক্ষোভ

চার বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেডের লেনী ফ্যাশন এবং লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বকেয়া পাওনা টাকা আদায়ের দাবিতে ফের দ্বিতীয়দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
বুধবার সকাল থেকে আশুলিয়ার ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে কয়েক শতাধিক শ্রমিক এ বিক্ষোভ করেন।

শ্রমিকরা জানান, প্রায় ৪ বছর আগে ২০২১ সালে বকেয়া বেতন ও শ্রম আইন অনুযায়ী পাওনাদি পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। চার বছর যাবত বিভিন্ন সময় পাওনা পরিশোধের আশ^াস দিলেও তা পরিশোধ করেনি। সর্বশেষ আগামী ৩০ নভেম্বর তাদের পাওনাদি পরিশোধের তারিখ নির্ধারণ করা হলেও অনিশ্চয়তায় ভুগছেন শ্রমিকরা। তাই নির্ধারিত তারিখে পাওনা পরিশোধের নিশ্চয়তা চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

সালমা বেগম নামে এক শ্রমিক বলেন, আমরা বেপজা কর্তৃপক্ষকে তিনটি দাবি দিয়েছিলাম। কিন্তু এসব দাবি মানা হচ্ছে না। এর মধ্যে অন্যতম হলো, বেপজা চেয়ারম্যানের অবরোধে উপস্থিত হয়ে আগামী ৩০ নভেম্বর শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধের নিশ্চয়তা প্রদান। কিন্তু তিনি উপস্থিত হয়ে দুই মাসের মধ্যে কারখানা বিক্রি করে পাওনাদি পরিশোধের আশ্বাস দেন।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, দীর্ঘদিন ধরে বিষয়টি সমাধানের জন্য বলে আসছি। আজও আমরা দুই পক্ষের মধ্যে আলোচনার ব্যবস্থা করেছি। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

আর কে

×