‘বিডিআর কল্যাণ পরিষদ’-এর ব্যানারে এ মানববন্ধন
বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যূত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং নিরীহ কারাবন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে ‘বিডিআর কল্যাণ পরিষদ’-এর ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে জেলার দেড় শতাধিক চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি নায়েক সুবেদার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আকবর হোসেন, সৈনিক আবু নাসের সোহাগ, আব্দুল মোমেন, আসাদুল হক, জাকির হোসেন, আল আমিন ও শামীম মিয়া ও জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রাহের ঘটনায় কয়েক হাজার নিরীহ বিডিআর সদস্যকে চাকরিচ্যূত ও মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। যাদের অনেকে এখনও মুক্তি পাননি। মিথ্যা অভিযোগে দোষী সাব্যস্ত করায় অনেক বিডিআর সদস্যের পরিবার বেতনভাতা না পেয়ে এখন মানবেতর জীবন যাপন করছে। আবার অনেকেই নিখোঁজও আছেন।
মানবন্ধনে ভুক্তভোগী বিডিআর সদস্যদের সন্তানদের অনেকে ‘আমার বাবা নির্দোষ, আমার বাবার চাকরি ফেরত চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াতে দেখা যায়।
শিহাব