গ্রেফতার-৩
গরু চোর, ডাকাত ও ছিনতাইকারীরা চট্টগ্রামের পুলিশ প্রশাসনকে অস্থির করে তুলেছেন। গত এক মাসে জেলার কোথাও না কোথাও গরু চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অস্ত্রধারী সংঘবদ্ধ চক্র গরুর খামারের নৈশ্যপ্রহরীকে বেঁধে লুট করে নিয়েছে খামারের লক্ষ লক্ষ টাকার গরু। চলতি এ মাসে পটিয়া ও নগরীর পতেঙ্গা এলাকা থেকে দুইটি খামারের ৩৩টি গরু লুট করা হয়। ডিবি পুলিশ ক্লু লেস গরু লুটের এ ঘটনা তদন্তে নামলে ধরা পরে যায় আন্ত:জেলা ডাকাতচক্রের তিন সদস্য। প্রাথমিক স্বীকারোক্তি মতে তাদের কাছ থেকে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য।
গ্রেফতার করা হয়েছে- চাঁদপুর জেলার মতলব ঠাকুরপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক মৃধার পুত্র মো: খবির মৃধা (৪৫) ও একই জেলার মতলব উত্তর পাড়ার মৃত নুর বক্স পাটোয়ারীর পুত্র মোহাম্মদ বেনু পাটোয়ারী (৬৫) কসাই আবুল কাশেম (৫০)।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) স্পেশাল একটি টিম টানা ২৪ ঘন্টা অভিযান চালিয়ে চাঁদপুর জেলার মতলব ঠাকুরপাড়া থেকে মঙ্গলবার রাতে ফিরেছেন। সফল এ অভিযানে নগরীর পতেঙ্গা থেকে লুণ্ঠিত ১২টি গরু উদ্ধার করেছে বলে ডিবি পুলিশের নির্ভরযোগ্য একটি সুত্রে জানা গেছে। বুধবার তাদের পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানোর কথা ছিল।
খামারী ও ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আন্ত: জেলা ডাকাতচক্রের সদস্যরা গরু লুটসহ বিভিন্ন অপরাধে জড়িত। তারা চট্টগ্রাম নগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা এবং কক্সবাজার জেলায় পর্যন্ত দুর্ধর্ষ চুরি ও ডাকাতি করে আসছিল। অস্ত্রধারী সংঘবদ্ধ এ চক্রের বিশাল একটি সিন্ডিকেট রয়েছে চাঁদপুর জেলায়। তারা গরু লুট ও ডাকাতি করে নোয়াখালী জেলার হাতিয়া চলে যায়৷ গত ১২ নবেম্বর পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ছালেহ নুর ডিগ্রী কলেজের সম্মুখে হেলাল উদ্দিন চৌধুরীর খামার থেকে ১৯টি গরু লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা করা হয়েছে। গত ২৪ নবেম্বর মধ্য রাতে নগরীর পতেঙ্গা এলাকার একটি খামার থেকে সংঘবদ্ধ চক্র ১৪টি গরু নিয়ে যায়। ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ উদ্ধার অভিযানে নামেন।
যেভাবে ধরা পড়ে আন্ত:জেলা ডাকাত চক্র-
পতেঙ্গা, পটিয়া ও ফেনি জেলায় গরু চুরির ঘটনায় গোয়েন্দা পুলিশ পৃথকভাবে সোমবার সকাল সাড়ে ১০টায় অভিযানে নামেন। চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের স্পেশাল টিমের সদস্যরা ছদ্মবেশে চাঁদপুর জেলার ঠাকুরপাড়া গ্রামে ঢুকে পড়ে। ডিবি পুলিশ মোহাম্মদ বেনু পাটোয়ারি প্রকাশ বেনু কাকাকে আটকের পর তার সুত্র ধরেই ঠাকুরগাঁও এলাকার মো: খবির মৃধাকে আটক করে। এরপর উদ্ধার করা হয়েছে ৭টি গাভী ও ৫টি বাছুর।
পটিয়া থানার ওসি জায়েদ নুর জানিয়েছেন, পটিয়া থানায় দায়েরকৃত একটি গরু চুরির মামলার সুত্রধরে গোয়েন্দা পুলিশের স্পেশাল টিম অভিযান চালিয়েছে। অভিযানে আন্ত:জেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য মিলেছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে।
আর কে