তথ্য মেলা ২০২৪ উপলক্ষে র্যালী
“তথ্যই শক্তি" প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে তথ্য মেলা ২০২৪ উপলক্ষে র্যালী,আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আঝ ২৭ নভেম্বর (বুধবার) সকালে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির আয়োজনে জেলা সদরের টাউন প্রাংগনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে তথ্য মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। এ উপলক্ষে খাগড়াছড়ি শহরে বর্ণাঢ্য এক র্যালী বের করা হয় ।র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টাউন হল প্রাংগনে এসে শেষ হয় ।পরে টাউন হল মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্টিত হয় । জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহ-সভাপতি বেলা রানী দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নাজমুন আরা সুলতানা, সাংবাদিক মো. জহুরুল আলম এবং জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।
সভায় বক্তারা তথ্য অধিকার আইন ২০০৯, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, তথ্য অধিকার আইন কুইজ প্রতিযোগিতা, সরকারি প্রতিষ্ঠান সমূহে সরকারি সেবা সংলাপ, যুবদের দক্ষতা বৃদ্ধিতে সরকারি কার্যক্রম বিষয়ে বিভিন্ন তথ্যমূলক আলোচনা তুলে ধরেন। শেষে দুর্নীতিবিরোধী নাটক প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ করা হয় ।
শিহাব