নিহত আইনজীবীর জানাযা সম্পন্ন
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর পর চট্টগ্রামে সহিংসতায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আরিফের দুই দফা জানাযা সম্পন্ন হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় জানাযায় অনুষ্ঠিত হয়, সেখানে অংশ নেয় হাজারও মানুষ।
এর আগে আদালত চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও প্রশাসনের কর্মকর্তা এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা অংশ নেয়।
জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় জানাযায় অংশ নেয় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী, বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, অন্যতম সমন্বয়ক সারজিস আলম, মহানগর বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
প্রথম জানাযা শেষে আদালত চত্বরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, ইসকনের সন্ত্রাসীদের হাতে আইনজীবী আলিফ নিহত হয়েছেন। আমরা আজকেও জরুরি সভায় বসব। জেলা আইনজীবী সমিতির সভা শেষে সিদ্ধান্ত নিব পরবর্তী কর্মসূচি। গত মঙ্গলবার আদালত এলাকায় পুলিশ নীরব ছিল। আদালত এলাকায় এত বড় ঘটনা হচ্ছে তারা কেন এগিয়ে গেল না। এত ঘটনায় যারা জড়িত ছিল, যারা নেপথ্যে ছিল তাদের দৃষ্টান্তমূলক শাতি দাবি করছি। তিনি আরও বলেন, সব ঘটনা পর্যায়ক্রমে হয়েছে। আইনজীবীদের গাড়ি ভাংচুর, দোকান ভাংচুর, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে টেনে নিয়ে গিয়ে হত্যা। এসবের বিচার করতে হবে।
জাফরান