ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

ভারতের পররাষ্ট্রনীতিকে যেভাবে দেখেন ব্যারিস্টার ফুয়াদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৩, ২৭ নভেম্বর ২০২৪; আপডেট: ১০:৩৯, ২৭ নভেম্বর ২০২৪

ভারতের পররাষ্ট্রনীতিকে যেভাবে দেখেন ব্যারিস্টার ফুয়াদ

ব্যারিস্টার ফুয়াদ  বলেছেন, "১৯৭১ সালে পাকিস্তানকে আলাদা করা ছাড়া ভারতের ফরেন পলিসির আর কোনো সফলতা নেই"। তিনি দাবি করেছেন যে, ভারতীয় পররাষ্ট্রনীতি মূলত এই একটি ঘটনার মাধ্যমে সফলতা অর্জন করেছে, যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঘটে। তার মতে, এর বাইরে ভারতীয় পররাষ্ট্রনীতির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ

ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্য বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও ভারতের পররাষ্ট্রনীতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা শুধু সামরিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ ছিল কি না  ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য হয়তো ভারতের সমসাময়িক কূটনীতির চ্যালেঞ্জ এবং বাংলাদেশের স্বাধীনতায় ভারতের ভূমিকার সাথে তুলনা করেই দেওয়া। তার এই বক্তব্যের পেছনের যুক্তি বোঝার জন্য ঐতিহাসিক এবং সাম্প্রতিক পরিপ্রেক্ষিত দুটোই বিবেচনা করা প্রয়োজন।

জাফরান

×