ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

চিন্ময়ের নিঃশর্ত মুক্তি দাবি করেছে সম্মিলিত সনাতনী জাগরণ জোট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৯, ২৭ নভেম্বর ২০২৪

চিন্ময়ের নিঃশর্ত মুক্তি দাবি করেছে সম্মিলিত সনাতনী জাগরণ জোট

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে সংগঠনটি। বুধবার (২৭ নভেম্বর) চিন্ময় ব্রহ্মচারীর ফের জামিন শুনানির রায় দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করবে সম্মিলিত সনাতনী জাগরণ জোট।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের জরুরি সংবাদ সম্মেলনে জোট নেতারা এসব কথা বলেন।প্রসঙ্গত, সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে এ মামলা হয়।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জোটের উপদেষ্টা অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, জোটের সহযোগী মুখপাত্র কুশল বরণ চক্রবর্তী, জোটের প্রতিনিধি অ্যাডভোকেট সুমন রায়, প্রদীপ দে, প্রসেনজিৎ হালদারসহ অন্যরা।

জাফরান

×