পিনাকী ভট্টাচার্য।
বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেছেন, যেখানে গরিব, সেখানে জুলুম। এ কি মহা যন্ত্রনা রে ভাই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি।
পিনাকী বলেন, আমরা একটা অদ্ভুদ দেশ তৈরি করছি রে ভাই। হকার উচ্ছেদ করো, বস্তি উচ্ছেদ করো, ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ করো। যেখানে গরিব, সেখানে জুলুম। এ কি মহা যন্ত্রণা রে ভাই। একটা কথা সবাইকে বলি উপদেশ হিসেবে নেন, পরামর্শ হিসেবে নেন বা যে যা হিসেবে নেন না কেন, একটা জিনিস মাইনা চললে আপনার ভুল কম হবে। দেখেন, আপনার চাইতে যে দুর্বল, তার উপরে কখনো চড়াও হবেন না।
তিনি আরও বলেন, আপনার শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, টাকা-পয়সা আছে এই সবকিছুই আপনার নিজের কারিশমায় আসে নাই। আপনি ভাগ্যবান কারণ আপনারে সৃষ্টিকর্তা সেই শক্তি আপনারে দিছে। আপনারে শক্তি দেয় শক্তিদাতা। সেই শক্তি আপনি কিভাবে ব্যবহার করবেন? সর্বোত্তম ব্যবহার আপনি তখনই করতে পারবেন যখন আপনার সেই শক্তি আপনি দুর্বলকে রক্ষা করতে ব্যবহার করবেন। আপনার চাইতে যে দুর্বল। আপনি আপনার চাইতে শক্তিমানের উপরে দুর্বীনিত হন কোন অসুবিধা নাই। কিন্তু আপনার কাছে যে দুর্বল তার কাছে বিনয়ী হন।
এমএম