নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান
নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলামের আদালতে এই যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রবিউল হোসেন বলেন, এটা একটা চাঞ্চল্যকর হত্যা মামলা হলেও এর সাথে আসামি জাকির খান কোনভাবে সম্পৃক্ত নয়। তার সম্পৃক্ততা না থাকার কারণে আদালত এই মামলা ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছেন। মামলায় যেসকল সাক্ষী হয়েছে সে সকল সাক্ষীতে কোনোভাবেই জাকির খানের সম্পৃক্ততা পাওয়া যায়নি। আজ আমরা তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছি।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু বলেন, সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জাকির খানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। আগামীকাল আবার যুক্তিতর্ক উপস্থাপন করবেন আদালতে। এরপর বাদীপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এ সময় জাকির খানের মুক্তির দাবিতে শত শত নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে জড় হয়।
প্রিতম/শহিদ