রাণীশংকৈলে ইসকনের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের বিক্ষোভ।
ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর গাড়িতে ইসকনের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ রাণীশংকৈল উপজেলা শাখা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮ টায় তারা পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
বিক্ষোভ মিছিলে গণঅধিকার পরিষদের নেতারা- ইসকন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। পরে পৌর শহরের চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা সদস্য সচিব আব্দুস সুবহান। এ সময় উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি সহোরাব আলী, সম্পাদক জাফর আলীসহ গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন ও ফ্যাসিস আওয়ামী লীগের দোসর, এরা আওয়ামী বেশে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এরই অংশ হিসেবে তারা মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। এর প্রতিবাদে প্রয়োজনে ইসকনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে তারা জানান।
তাবিব