ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি খামারিদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২১:৫১, ২৬ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি খামারিদের বিক্ষোভ

ছয় দফা দাবিতে পোল্ট্রি খামারিদের মানববন্ধন

ডিম-মুরগির ন্যায্য মূল্য বাস্তবায়ন, বাচ্চার সংকট সমাধান, ফিড ও মুরগির বাচ্চার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, প্রান্তিক খামারিদের উৎপাদনে ফিরিয়ে আনাসহ ৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) জেলা শাখার আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে তারা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে। এর আগে তারা স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিক্ষোভ সভা করে এবং সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে চৌরাস্তায় গিয়ে মানববন্ধন করে। বক্তব্য রাখেন জেলা সংগঠনের সভপাতি শাহাগির আলম, সাধারণ সম্পাদক সাবের আলী ও প্রান্তিক মহিলা খামারি আসমা আক্তার প্রমুখ।

×