ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

শরীয়তপুর পৌরসভার খাল উদ্ধার শুরু

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

প্রকাশিত: ২১:৪১, ২৬ নভেম্বর ২০২৪

শরীয়তপুর পৌরসভার খাল উদ্ধার শুরু

পৌরসভার অন্যতম প্রধান খালটি উদ্ধার কাজ শুরু করেছেন পৌরসভা প্রশাসক

প্রায় ৩ যুগ ধরে বেদখলে থাকা শরীয়তপুর পৌরসভার অন্যতম প্রধান খাল কীর্তিনাশা নদী থেকে চৌরঙ্গী পর্যন্ত খালটি উদ্ধার কাজ শুরু করেছে পৌরসভা প্রশাসক। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। খালটির পানি প্রবাহ ফিরিয়ে আনতে চারদিন যাবত খনন কাজ চালাচ্ছে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। এমন উদ্যোগে খুশি পৌরবাসী। পৌরসভা অফিস সূত্রে জানা গেছে, পদ্মার শাখানদী কীর্তিনাশা থেকে শুরু হয়ে চৌরঙ্গী পর্যন্ত  প্রায় ২ কিলোমিটার দীর্ঘ রাজগঞ্জ খালটি একসময় পানি প্রবাহ সচল থাকায় খালটি দিয়ে বিভিন্নœ নৌযান চলাচল করত।

তবে দীর্ঘ ৩ যুগ ধরে দখল আর দূষণে অস্তিত্ব হারিয়েছে প্রবাহমান খালটি। স্থানীয় বাসিন্দা ও পৌরসভার সাবেক ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম বেপারী বলেন, প্রশাসন একটি ভালো উদ্যোগ নিয়েছে। ৩নং ওয়ার্ড পৌর বাসিন্দা মেহেদী হাসান বলেন, এই খাল দিয়ে এক সময় নৌকা চলাচল করত। এখন দূষণের কারণে মশা মাছির উপদ্রব বেড়েছে এবং ডেঙ্গুর মতো বিভিন্ন রোগ ছড়াচ্ছে।

×