ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

বঙ্গবন্ধু রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চালু জানুয়ারীতে উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ১৯:০৩, ২৬ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধু রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চালু জানুয়ারীতে উদ্বোধন

উত্তরবঙ্গের একমাত্র প্রবেশদ্বার টাঙ্গাইলের প্রমত্তা যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু রেল সেতুর আনুষ্ঠানিক পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ট্রেনের তিনটি বগি নিয়ে একটি ইঞ্জিন ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায় ট্রায়াল ট্রেনের শুরুতে ঘণ্টায় গতি ছিল ১০ কিলোমিটার, পরেবার ঘণ্টায় ২০ কিলোমিটার এবং তারপর ৪০ কিলোমিটার বেগে চলাচল করে মাঝ পথে দুইটি ট্রেন ক্রসিং করে

ট্রেন পরিচালনা করেন মাইনুল ইসলাম, সহকারী চালক ছিলেন আব্দুস সালাম উপস্থিত ছিলেন সেতু প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান

এদিকে নির্মাণাধীন সেতুটি চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহ বা শেষের দিকে উদ্বোধনের কথা থাকলেও, বছর তা হচ্ছে না চলতি বছরের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে এবং আগামী ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে উদ্বোধনের পর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা

প্রকল্পের নির্ধারিত সময় ছিল ২০১৬ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত কিন্তু প্রথম সংশোধনে সময়সীমা ডিসেম্বর ২০২৪- পরিবর্তন করা হয়এর আগে ২০১৬ সালের ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন দেয়

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২০ সালের আগস্ট মাসে হাজার ৭৩৪ দশমিক কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয় পরবর্তী সময়ে ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৬ কোটি টাকা যার ১২ হাজার ১৪৯ দশমিক কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ হিসেবে দিয়েছে

বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক, আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, গত সোমবার থেকে ট্রায়াল ট্রেন শুরু হলেও চলবে আগামী বুধবার পর্যন্ত চলতি বছরের ডিসেম্বর মাসে উদ্বোধনের কথা থাকলেও তা হচ্ছে না আগামী ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে

 

×