ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

নিজস্ব সংবাদদাতা, লালমোহন (ভোলা)

প্রকাশিত: ১৮:১৪, ২৬ নভেম্বর ২০২৪

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

ভোলার লালমোহনে ২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনের সঞ্চলনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী (ভূমি) এহসানুল হক শিপন, থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল হক, ইসলামী আন্দোলনের মাওলানা রাশেদুল ইসলাম, হেফাজত ইসলামীর ইমাম উদ্দিন শামীম, গণঅধিকার পরিষদ ভোলা জেলার সাধারণ সম্পাদক আতিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি সোহেল আজিজ শাহীন, শহীদ পরিবারের সদস্য মো. জামাল প্রমূখ। 

এসময় বক্তরা জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ করে বলেন, সারা দেশের ন্যায় গণঅভ্যুত্থানে লালমোহন উপজেলায় মোট ১২জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ১২৫ জন। শহীদ পরিবারের সদস্যদের বিভিন্ন দল আর্থিকভাবে সহায়তা করেছেন। সরকারিভাবে সহায়তা করা হবে। লালমোহনে শহীদদের স্মৃতি ধরে রাখতে শহীদদের ছবিসহ পূর্নাঙ্গ পরিচয়ের ফলকনামা উপজেলার বিভিন্ন যায়গায় তৈরী করে রাখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করা হয়।  

বক্তব্য শেষে শহীদদের রুহের মাফফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। 
 

রাজু

×