বগুড়ায় প্রথম আলো কার্যালয়ে সোমবার রাতে হামলা হয়েছে। দুর্বৃত্তরা শহরের জলেশ্বরীতলা এলাকার বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকী সড়কে প্রথম আলোর অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। এসময় প্রথম আলো বগুড়া অফিসের কেউ সেখানে ছিলেন না। দুর্বৃত্তরা দ্রুত ভাংচুর করে চলে যায়।
প্রথম আলো বগুড়ার নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ জানান, রাত ১০ টা ৩৪ মিনিটে ৮টি মটর সাইকেলে দৃর্বৃত্তরা আসে। তারা ব্যাগে পাথর নিয়ে এসেছিলো। সেই ইটপাটকেল-পাথর দিয়ে তাদের অফিসে হামলা চালান হয়। এতে তাদের সামনের গ্লাস ও নিয়ন সাইনবোর্ড ভেঙ্গে যায়। গ্লাস ভেদ করে পাথর অফিসের ভিতরে গিয়ে পড়ে। হামলাকারীরা মাস্ক পড়ে ও মুখ ঢেকে ছিলো।
তিনি আরও জানান, তারা হামলার আশঙ্কা করছিলেন। এজন্য বিষয়টি পুলিশকেও জানান হয়েছিলো। সোমবার রাতে প্রথম আলো বগুড়া অফিসে কর্মরতরা হামলার শঙ্কায় আগেই অফিস থেকে চলে যান। হামলার পর পুলিশ প্রথম আলো অফিস পরিদর্শনে যায়।
বগুড়া সদর থানার ওসি জানিয়েছেন, তাদের একাধিক টিম হামলাকারীদের সনাক্ত করার চেস্টা করেছেন। হামলার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ওই এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে হামলার ঘটনায় প্রথম আলো বগুড়া অফিসে কর্মরত সাংবাদিকরা নিরপত্তা শঙ্কায় ভুগছেন বলে জানিয়েছেন।
নুসরাত