সংগৃহীত ছবি।
এক সপ্তাহ ধরে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ কমে যাওয়ার ফলে কেজিপ্রতি দাম ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। শীতকালে নদীর পানি কমে যাওয়ায় জেলেদের জালে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ ধরা পড়ছে না।
বড় স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন জানান, গত এক সপ্তাহে ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে। এখন ইলিশের মৌসুম নয়, তাই মাছঘাটে সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে। এর ফলস্বরূপ, ইলিশের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ ২৬০০ থেকে ২৮০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, আর ৬০০ থেকে ৮০০ গ্রামের ইলিশের দাম ২০০০ থেকে ২২০০ টাকার মধ্যে উঠেছে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, এ সময়ে ইলিশের মৌসুম নয় (অনসিজন)। এ কারণে জেলেদের জালে খুব কম ইলিশ ধরা পড়ছে এবং ব্যবসায়ীদের কাছে সরবরাহও কম। ফলে দাম বেশি হচ্ছে। ক্রেতাদের চাহিদার অনুযায়ী সীমিত পরিমাণে ইলিশ সরবরাহ করা হচ্ছে। এ মৌসুমে ইলিশের দাম কমার কোনো সম্ভাবনা নেই বলে তিনি জানান।
এছাড়া, নদী অঞ্চলে বিভিন্ন পরিবেশগত পরিবর্তনও ইলিশ মাছের সরবরাহে প্রভাব ফেলছে। এই অবস্থায় বাজারে ইলিশের দাম আরও বৃদ্ধি পেতে পারে, যদি নদীর পানির স্তর আরও নিচে নামে এবং জাল ফেলতে আরও বেশি সমস্যা হয়।
নুসরাত