স্থানীয় সরকার পল্লী উন্নয়ন, সমবায় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একটি গ্রেফতারকে কেন্দ্র করে দেশব্যাপী যেভাবে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হচ্ছে, তা করতে দেয়া হবেনা। যে যত বড় নেতাই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, ধর্মীয় বিবেচনায় নয়, যারাই রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নকারী ও স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা হুমকি তাদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে সরকার।
তিনি বলেন, ২৪ এর ছাত্র-গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতা পেয়েছি, যাতে করে আর কোন বৈষম্য না থাকে, কোন বিশেষ জেলা বা এলাকার উন্নয়ন না করে সুষম উন্নয়নের আওতায় দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, অতীতে রংপুরসহ উত্তরবঙ্গ উন্নয়ন বঞ্চিত ছিল এবং বরাদ্দ ছিল খুবই কম, সে বিষয়টি আমরা মনে রেখে আগামী বাজেটে সেভাবেই কাজ করব।
অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের উদ্দেশ্যে বলেন, আপনারা এভাবে প্রতিটি অনুষ্ঠানে আসবেন, শহীদদের আত্মত্যাগের গল্প গুলো বলবেন, যাতে করে কেউ তাঁদের ভুলে না যায়। মঙ্গলবার দুপুরে রংপুর জেলার পীরগাছা ও কাউনিয়া উপজেলার শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও দরিদ্র পীড়িত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
পীরগাছা উপজেলার পাওটানাহাট মহাবিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এসব কথা বলেন।
এ সময় মামুনের পিতা আজগর আলী, শহীদ মঞ্জুর স্ত্রী রহিমা বেগম তাদের স্বজনদের নিহত হওয়ার করুন গল্প গাঁথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমনের সভাপতিত্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (রুটিন দায়িত্বে) মোঃ নজরুল ইসলাম সচিব, রংপুরের জেলা প্রশসক রবিউল ফয়সাল ও পুলিশ সুপার শরীফ আহম্মেদ সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পীরগাছা উপজেলার পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ ও কাউনিয়া ২ শতাধিক কম্বল বিতরণ করেন উপদেষ্টা।
এরপর উপদেষ্টা পীরগাছায় তিস্তা নদী ভাঙ্গন এলাকা ছাওলা ইউনিয়নের শিবদেব চর এলাকার পানিয়ালের ঘাট পরিদর্শন করেন।
রাজু