রাজশাহীতে হিজড়া জনগোষ্ঠীর মতবিনিময়
রাজশাহীতে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের যৌথ আয়োজনে সরকারী-বেসরকারী সংস্থার সঙ্গে বিভাগীয় আইন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরের একটি অভিজাত রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, হিজড়ারা সমাজের অধিকার বঞ্চিত ও বৈষম্যের শিকার একটি অবহেলিত জনগোষ্ঠী। বৈষম্যের শিকার হয়ে এই জনগোষ্ঠী পিছিয়ে পড়েছে। তাদের কল্যাণে সবাইকেই এগিয়ে আসতে হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। সভাপতিত্ব করেন বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী। সভার শুরুতে স্বাগত বক্তব্যে সমতা প্রকল্পের আইন বিষয়ক বিভিন্ন সেবার বিবরণ তুলে ধরেন এ প্রকল্পের ক্ষমতা বিল্ডিং ও ক্ষমতায়ন বিশেষজ্ঞ তামিমা নাসরিন।
সমতা প্রকল্পের সমন্বয়কারী নাহিদা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা লিগাল এইড অফিসের সিনিয়র সহকারী জজ মো. আরিফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসিনা মমতাজ ও সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তামান্না কবির।
মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন, দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শরীফ সুমন, সভাপতি মোহনা, আপসের নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সদস্য মৌসুমী খাতুন প্রমুখ।
রাজু