ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

৪৬ নয়, ৪০ কেজিতে মণ দাবিতে কৃষকের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৫:১৪, ২৬ নভেম্বর ২০২৪

৪৬ নয়, ৪০ কেজিতে মণ দাবিতে কৃষকের মানববন্ধন

৪০ কেজিতে মণ দরে ধান বিক্রি ও দাম মণপ্রতি ১৬০০ টাকা নির্ধারনসহ ১২ দফা দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের উপজেলা প্রশাসন খেলার মাঠে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা এ সমাবেশ আয়োজন করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষক সমিতির সভাপতি জিএম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আতাজুল ইসলাম, কৃষক নেতা রফিকুল ইসলাম, নয়নাভিরাম গাইন, জাফর সিকদার, হারুন অর রশীদ, শহিদুল ইসলাম, মতিউর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।

কৃষকরা বলেন, আমন মৌসুমে ধান বিক্রি শুরু হওয়ায় কলাপাড়ার একটি সিন্ডিকেট চক্র সক্রিয় হয়ে উঠেছে। কলাপাড়ায় ধান বিক্রির নির্দিষ্ট বাজার না থাকার সুযোগে চক্রটি কৃষকদের কাছ থেকে ৪৬ কেজিতে প্রতি মন ধান কিনছে। এতে কৃষকরা লোকসানে পড়ছেন। কৃষকরা এই জুলুম থেকে বাঁচতে এ সমাবেশের আয়োজন করে। 
তাদের দাবি, প্রতি মণ ধান ১৬০০ টাকা দরে নগদ টাকায় বিক্রির সুযোগ নিশ্চিত করতে হবে। এছাড়া কৃষকদের হালনাগাদ তালিকা তৈরি করা। কৃষিকার্ড প্রদান ও সরকারি উদ্যোগে ধান কেনায় কৃষকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারা সিন্ডিকেট চক্রের নির্মূল দাবি করেন।

রাজু

×