ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

রিকশা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আগুনে দগ্ধ হয়ে মৃত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:০০, ২৬ নভেম্বর ২০২৪

রিকশা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আগুনে দগ্ধ হয়ে মৃত

টাঙ্গাইলে রিকশা চালকদের কাছ থেকে অতিরিক্ত চাঁদা আদায়, সদস্য হতে ফি নেওয়ার প্রতিবাদে শ্রমিক কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ নেতা চিকিৎসাধীন অবস্থায় ছয়দিন পর মারা গেছেন।

রোববার গভীর রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে টাঙ্গাইল সদর থানার এসআই নজরুল ইসলাম জানান।

নিহত ৫৬ বছর বয়সী আবুল কালাম টাঙ্গাইল সদর উপজেলার সাবালিয়া এলাকার মৃত মনু মিয়ার ছেলে। তিনি জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ছিলেন।

বাদ আছর জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ মাগরিব সাবালিয়া এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

“মঙ্গলবারের এই হত্যার ঘটনায় আলাদা একটি মামলা হবে। এ ছাড়া এই হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার অর্ধদিবস শহরে রিকশা চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে একদল লোক জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় কার্যালয়ে থাকা তিনটি মোটরসাইকেল, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে যায়।

এ সময় আবুল কালামসহ তিনজন আহত হয়। দগ্ধ অবস্থায় আবুল কালামকে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল থেকে তাকে আবার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

জাফরান

×