লালমোহনে সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নুরন্নবী।
ভোলার লালমোহন উপজেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগম।
এ সময় তিনি বলেন, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে মায়েদের ভূমিকা এবং সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সন্তানদের কেবল স্কুলে আসা-যাওয়া করলেই হবে না, তারা সঠিকভাবে পড়ছে কিনা তার দিকেও নজর রাখতে হবে। এছাড়া কিশোর-তরুণ বয়সী সন্তাদের প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। কারণ এরা কোনোভাবে বিপথগামী হলে পরিবার, সমাজ এবং দেশে মারাত্মকভাবে বিরূপ প্রভাব পড়বে।
অনুষ্ঠিত সভায় লালমোহন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নুরন্নবী, ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াহিয়া খাঁনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং নারী অভিভাবকরা উপস্থিত ছিলেন।
রাজু