ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

সাটুরিয়ায় আগুনে বসতবাড়িসহ গবাদিপশু পুড়ে ছাই 

নিজস্ব সংবাদদাতা, সাটুরিয়া, মানিকগঞ্জ

প্রকাশিত: ১৪:৩৩, ২৬ নভেম্বর ২০২৪

সাটুরিয়ায় আগুনে বসতবাড়িসহ গবাদিপশু পুড়ে ছাই 

মানিকগঞ্জের সাটুরিয়ায় আগুনে পুড়ে কৃষকের বসতবাড়ির মালামালসহ ২ টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

সোমবার রাত ১১টার দিকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দেলোয়া গ্রামের কৃষক ফারুক মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কৃষক ফারুক মিয়াও আগুনে পুড়ে আহত হয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,প্রথমে বসত বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।পরে মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন দেখে স্থানীয় প্রতিবেশী লোকজন ছুটে এসে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বসতবাড়ির সকল মালামাল কক্ষ ও আসবাবপত্রসহ ২ টি গবাদিপশুসহ পুড়ে ছাই হয়ে যায়। সব হারিয়ে কৃষক ফারুক মিয়ার পুরো পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে।

ফারুক মিয়ার ছেলে আল মামুন বলেন, তাদের বাড়িতে প্রবেশের একটি মাএ পথ থাকায় কোন মালামাল বের করা সম্ভব হয়নি। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গুজার ঠাঁই নেই এখন তাদের।

এ বিষয়ে সাটুরিয়া সার্ভিসের ইনচার্জ মজিবুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে তারা খবর পেয়েছিলেন। তবে তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণ হয়েছে।
 

রাজু

×