সংগৃহীত ছবি।
কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আমরা চাই না, ছাত্রদের ওপর কঠোর হতে। আমাদের উদ্দেশ্য হলো আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করা। যারা আন্দোলন করছে, তারা আমারই ভাই, তাই তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কোনো প্রশ্নই আসে না।”
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওর পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
লেফটেন্যান্ট জেনারেল আরও বলেন, "কলেজের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। শিক্ষকদের রয়েছে এই দায়িত্ব, আর ছাত্রদের রাস্তায় নেমে আন্দোলন করার প্রয়োজন নেই। তারা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে তাদের দাবি জানাতে পারে অথবা তাদের প্রতিনিধির মাধ্যমে আমাদের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করতে পারে। বিভিন্ন কলেজের সমস্যাগুলি ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারে।"
তিনি আরো উল্লেখ করেন, "আমরা কখনোই ছাত্রদের ওপর কঠোর হতে চাই না। আমরা বিশ্বাস করি যে, আলোচনার মাধ্যমে সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব।"
এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা, এবং কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী।
এভাবে, উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও একবার ছাত্রদের প্রতি তার সমর্থন জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটার আহ্বান জানান।
নুসরাত