বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের নিয়ে স্মরন সভা হয়েছে সৈয়দপুর মহিলা কলেজে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে কলেজটির হলরুমে সহকারী অধ্যাপক লোকমান হাকিমের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত অধক্ষ্য শাহিদ সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহীদ সাজ্জাদের পিতা আলমগীর হোসেন, জামাতে ইসলামি সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, ডঃ এমদাদুল হক চৌধুরী, আজহারুল সরকার রানাসহ অনেকে।
স্মরন সভায় হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, ১৮ জুলাই থেকে ৩৬ জুলাই। মোট অমানবিক নির্যাতন করা হয়। গুলি করে আহত করা দেড় শতাধিক ছাত্র জনতাকে। চোখ হারান ৮ জন। এরপরে গ্রেফতার করে ১৮ দিন টর্চার করা হয় হাজত খানায়। সেখানে নখ উপরে হসতপা বেধে মারধর করা হয়। এমন নির্যাতন মুক্তিযুদ্ধের ইতিহাসকেও হার মানিয়েছে। পুরো দেশের চিত্র একই ছিল। তাই ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের আমরা স্যালুট জানাই। তাদের বিসর্জন বৃথা যেতে দেব না।
শহীদ সাজ্জাদের পিতা মো: আলমগীর হোসেন, আমার সন্তান শহীদ হয়েছে দুঃখ নাই, তবে ওই ফ্যাসিস্ট সরকার ওতার দোসদের বিচারের আওতায় এনে বিচার করতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন উক্ত কলেজের বসংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা শাখার মহাসচিব অধ্যাপক আসাদুজ্জামান রাফু, ছাত্রী সুমাইয়া আকৃতার সোহাগী প্রমুখ।
জাফরান