হামলাকারীদের প্রতিহত করতে চেয়ারম্যানের বাড়ির সামনে স্থানীয় জনতার ভীড়।
বাউফলে নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মহসিনের রামনগর গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।
একপর্যায়ে এলাকাবাসীর প্রতিরোধে হামলাকারীরা পালিয়ে যায়। সোমবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় মামুন মৃধা, মটর সাইকেল ড্রাইভার খোকন, আব্বাসের নেতৃত্বে এ হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।
এর আগে গত ৫ আগস্ট সরকার পতনের পর একই ব্যক্তিরা ওই ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করে।
প্রত্যক্ষদর্শী ও অন্যান্য সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান এসএম মহসীন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
চেয়ারম্যান মহাসিন একটি মামলায় কারাভোগের পর সোমবার আদালত থেকে জামিনে বেড় হন এবং ওই দিন এলাকায় প্রবেশ করেন।
খবর পেয়ে ওই দিন রাত ১০টার দিকে অভিযুক্তদের নেতৃত্বে ১২-১৫টি মোটরসাইকেলে দেশীয় অস্ত্র নিয়ে চেয়ারম্যান মহাসিনের বাড়িতে হামলা চালায়।
এসময় বাড়ির লোকজন ডাক-চিৎকার দিলে স্থানীয় জনগণ প্রতিরোধ গড়ে তোলেন। স্থানীয়দের ধাওয়া খেয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
একই ব্যক্তিরা গত ৫ আগস্ট রাতে ভুক্তভোগীর বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করে নগদ টাকা, স্বর্ণ ও দুইটি মোটরসাইকেল নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
বাউফল থানার অফিসার ওসি মো. কামাল হোসেন বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নুসরাত