বেনাপোল বন্দর
যশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহারের নির্দেশনা নিয়ে সৃষ্ট জটিলতার সুরাহা হয়নি আজও। ফলে টানা ৫ দিন ধরে চলছে পরিবহন ধর্মঘট। এতে বন্ধ রয়েছে দূরপাল্লার পরিবহন চলাচল। ফলে ভোগান্তি বাড়ছে ভারত ফেরা যাত্রীদের। বেকার হয়ে পড়া শ্রমিকদের কষ্টে কাটছে দিন।
বেনাপোল বন্দর এলাকায় যানজট নিরসনে পৌর বাস টার্মিনাল ব্যবহারে নির্দেশনা দেয় জেলা প্রশাসন।
বিষয়টি নিয়ে পরিবহন নেতারা যশোর জেলা প্রশাসনের সাথে বৈঠক করেও পায়নি সুরাহা। এদিকে টানা ৫ দিন দূর পাল্লার পরিবহন চলাচল বন্ধ থাকায় স্থলবন্দর বেনাপোলে এসে চরম ভোগান্তিতে পড়ছেন ভারত থেকে আসা দেশি বিদেশি যাত্রীরা। এ নিয়ে দ্রুত সুরাহা চান ভুক্তভোগীরা।
যশোর জেলা বাসমালিক সমিতির সভাপতি মুসলিম উদ্দিন পাপ্পু বলেন, বেনাপোল চেকপোস্টে বন্দর ভেহিকেল টার্মিনাল চালু হওয়ায় কমেছে গাড়ির জট। আমদানি-রপ্তানির ট্রাকের কারণে সৃষ্টি হতো যানজটের। ফলে দূরপাল্লার পরিবহন চলাচলে যাত্রীদের নিরাপত্তা ও দুর্ভোগের বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনায় আনার দাবি জানাচ্ছি।
জেলা ও উপজেলা প্রশাসন বিষয়টি সুরাহে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন বলে জানান প্রশাসনের কর্মকর্তারা।
আর কে