ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

জেল থেকে বেরিয়েই ফের গ্রেফতার সাবেক এমপি

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ০০:৪৩, ২৬ নভেম্বর ২০২৪; আপডেট: ০০:৪৪, ২৬ নভেম্বর ২০২৪

জেল থেকে বেরিয়েই ফের গ্রেফতার সাবেক এমপি

রাজশাহীর সাবেক এমপি রাহেনুল হক

জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেফতার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। 

সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেফতার করে।

জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন বলেন, রাহেনুল হককে গ্রেপ্তারের জন্য চারঘাট থানা-পুলিশের রিক্যুইজিশন ছিল। সে অনুযায়ী রাতে সাহেববাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তিনি ডিবি হেফাজতে আছেন। তাঁকে চারঘাট থানায় হস্তান্তর করা হবে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর নিজ এলাকা চারঘাট বাজার থেকে রাহেনুল হক পুলিশের হাতে গ্রেপ্তার হন। গত ২০ আগস্ট চারঘাট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অসুস্থতার কারণে সোমবার আদালত তাঁর জামিন মঞ্জুর করেছিলেন বলে জানান রাহেনুল হকের স্ত্রী ও চারঘাট পৌরসভার সাবেক মেয়র নার্গিস খাতুন।

এদিকে সোমবার সন্ধ্যায় রাহেনুল হকের বের হওয়ার জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষায় ছিলেন তাঁর ছেলে রেজাউন-উল হক তরঙ্গ (২৭)। তখন তাকে অপহরণ করে নিয়ে গিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে স্থানীয় যুবদল-ছাত্রদলের মধ্যস্থতায় তরঙ্গকে মুক্তি দেওয়া হয়।

শহিদ

×