ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

গত সরকারের সহযোগীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার আহ্বান

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

প্রকাশিত: ২১:১৩, ২৫ নভেম্বর ২০২৪

গত সরকারের সহযোগীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার আহ্বান

আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মারকলিপি প্রদান

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিগত সরকারের সহযোগীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে বারের নির্বাচন কমিশনার বরাবর ৩ দফা দাবি সংবলিত এ স্মারকলিপি প্রদান করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আবু হুরাইয়রা স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কয়েক প্রার্থী জুলাই বিপ্লবের সরাসরি চেতনাবিরোধী হওয়ায় নির্বাচনে তাদের অংশগ্রহণ নতুন বাংলাদেশ ও জুলাই বিপ্লবের শহীদদের প্রতি অবজ্ঞা, প্রতারণা ও অবমাননা প্রদর্শন করা হয়েছে। জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গঠিত উপদেষ্টা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে, জুলাই বিপ্লবে বর্বরতা ও নৃশংসতা গণহত্যার পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত কোনো প্রকার নির্বাচনে বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের অংশগ্রহণ বা পুর্বাসন করতে দেওয়া হবে না। এমন জোরালো ঘোষণা থাকার পরও ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পতিত স্বৈরাচরী সরকারের সাহযোগী ও কট্ট্ররপন্থিরা অংশগ্রহণ করেছেন। এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট খায়রুজ্জামান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমার কাছে ৩ দফা দাবি সংবলিত একটি স্মারকরিফি প্রদান করেছেন।
মৌলভীবাজারে গ্রাম পুলিশ বাহিনীর প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ॥ মৌলভীবাজারে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আব্দুল কাইয়ুম। সোমবার সকালে সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে সভাপতিত্ব করেন, প্রশাসক ও জেলা ম্যাজিট্রেট মো. ইসরাইল হোসেন জেলা।
মৌলভীবাজার সদর এসিল্যান্ড সানজিদা আক্তারের সঞ্চালনায় ও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মো. আব্দুস সালাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা উপ-পরিচালক মো. শাহ নেওয়াজ হোসেন। 

×