ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৭:৫২, ২৫ নভেম্বর ২০২৪

রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিক্ষোভ

রাজশাহীতে প্রথম আলোর কপি পোড়ানো হয়।

রাজশাহীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। আলেম ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহীর ব্যানারে সোমবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।

 

বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে লাগানো সাইনবোর্ড খুলে ভেঙে ফেলা হয়। এর আগে দুপুরে তাওহীদি জনতা নগরের সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হয়। সেখানে সমাবেশে পত্রিকা দুটির বিরুদ্ধে নানা শ্লোগান দেওয়া হয়।

বক্তারা প্রথম আলো ও ডেইলি স্টারকে ‘ভারতীয় আধিপাত্যবাদ প্রসারের মূল হোতা’ হিসেবে উল্লেখ করেন। এরপর মিছিল নিয়ে তারা শ্লোগান দিতে দিতে কুমারপাড়া এলাকায় প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে যান। এ সময় সেখানে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন দেওয়া হয়।

গতকাল রোববার ঢাকায় প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ের সামনে আন্দোলনরতদের ওপর ‘হামলার’ প্রতিবাদে এই বিক্ষাভ করেছেন তারা। মানববন্ধনে বক্তারা প্রথম আলো ও ডেইলি স্টারকে ‘দেশবিরোধী’ বলে আখ্যা দেন। বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনার দোসর প্রথম আলো ও ডেইলি স্টার বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার অন্যতম সহায়ক ছিল। শাপলা চত্বরের আগ্রাসনে সবচেয়ে বড় স্টেকহোল্ডার ছিল প্রথম আলো ও ডেইলি স্টার।  তারা দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর প্রচার ও প্রকাশনা অবিলম্বে বন্ধের দাবি জানান।

এ সময় প্রথম আলোর রাজশাহী কার্যালয় তালাবদ্ধ ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশও উপস্থিত ছিল।

এমএম

×