ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, কুমিল্লা

প্রকাশিত: ১৭:৫১, ২৫ নভেম্বর ২০২৪; আপডেট: ১৭:৫৩, ২৫ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে৷

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে৷

 

সোমবার (২৫ নভেম্বর) বিকালে স্মরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা ইসলামের সভাপতিত্বে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান, মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসিন, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃজুনায়েত চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন প্রমূখ৷

স্মরণসভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের মাঝে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ছাত্র সমন্বয়ক  সাইফুল ও আতিক ইসলাম শান্তসহ আরো অনেকই৷

তাবিব

×