সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ ভাঙচুরের প্রতিবাদে সোমবারকে (২৫ নভেম্বর) ‘মেগা মানডে’ ঘোষণা করেছেন এ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে ড. মাহবুবুর মোল্লা কলেজ (ডিএমআরসি) এবং অন্যান্য কলেজের ছাত্ররা হামলা চালিয়েছে। ঘটনা নিয়ন্ত্রণে অধ্যক্ষ পুলিশ ও সেনাবাহিনীকে ফোন দিয়েও সন্তোষজনক কোনো সাড়া পাননি।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর থেকে কলেজ দুইটিসহ ঢাবি অধিভুক্ত সাত কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে এমন প্রচারণা চালাতে দেখা গেছে শিক্ষার্থীদের।
সাগর মৃধা নামের এক শিক্ষার্থী ফেসবুক গ্রুপে পোস্টে লেখেন, আজকের কবি নজরুল সরকারি কলেজের ওপর যে বর্বর হামলা চালানো হয়েছে, এর প্রতিবাদে আগামীকাল কবি নজরুল সরকারি কলেজের সব ভাই ক্যাম্পাসে উপস্থিত থাকবেন। সেখানে সিনিয়র এবং সবার সিদ্ধান্তের ওপর নির্ভর করে ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ফয়সাল লিখেছেন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে আজ পরিকল্পিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরকারি তিতুমীর কলেজের সব শিক্ষার্থীর পক্ষ থেকে এমন ন্যক্কারজনক হামলায় আহত শিক্ষার্থী ভাই-বোনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই কাপুরুষোচিত হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করছি।
সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আফতাব আহমেদ বলেন, ‘ডিএমআরসি আমাদের ওপর হামলা করে চরম অন্যায় করেছে। এর ফল তাদের ভুগতে হবে। আমার এখন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। আমরা গতকাল আমাদের ক্যাম্পাসে হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় ডিএমআরসি আর তাদের জায়গায় থাকবে না।’
এই শিক্ষার্থী আরও বলেন, ‘আমরা আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি এবং হার্টবিট বুঝে ওদিকে অগ্রসর হতে পারি। কিন্তু এই মুহূর্তে তা নিশ্চিতভাবে বলা যাবে না। আজ দিনব্যাপী আমাদের কর্মসূচি চলবে।’
কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী অনিক বলেন, ‘আমরা কোনোভাবেই সরকার এবং সাধারণ মানুষের ভোগান্তির কারণ হতে চাই না। তবে আমার ভাই বোনদের ওপর হামলার দাঁতভাঙা জবাব দিতে চাই। আমরা আমাদের সিনিয়রদের দিকনির্দেশনায় চলবো।’’ কর্মসূচি সম্পর্কে কবি নজরুল কলেজের শিক্ষার্থী ফাহাদ বলেন, ‘গতকাল সুপার সানডে ঘোষণা দিয়ে ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজে হামলা চালিয়েছে। তারই প্রতিবাদে আজ আমরা মেগা মানডে কর্মসূচি পালন করার ঘোষণা দেন।
এ আজ দিনব্যাপী তাদের কর্মসূচি চলবে।
জাফরান