ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

এক ট্রলারে ধরা পড়ল ৩৭ মণ বড় ইলিশ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া,পটুয়াখালী

প্রকাশিত: ১২:৪২, ২৫ নভেম্বর ২০২৪; আপডেট: ১২:৪৩, ২৫ নভেম্বর ২০২৪

এক ট্রলারে ধরা পড়ল ৩৭ মণ বড় ইলিশ

অনেকদিন পরে অপেক্ষাকৃত বড় সাইজের ৩৭ মন ইলিশ ধরা পড়ল মহিউদ্দিন কোম্পানির একটি ট্রলারের জেলেরা। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এ পরিমাণ ইলিশ জেলেদের জালে ধরা পড়ে।

মৎস্য বন্দর মহিপুরে গতকাল রবিবার দুপুরে মিথুন ফিস আড়তে  এ পরিমাণ মাছ ১৭ লাখ টাকায় বিক্রি হয়েছে। আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা এ তথ্য নিশ্চিত করে জানান, পাতলা ফাঁসের জালে অনেক দিন পরে বড় সাইজের ইলিশ ধরা পড়ল। অধিকাংশ ইলিশের সাইজ প্রায় এক কেজি থেকে বড়। ৪৮-৫০ হাজার টাকা মণ দরে ইলিশগুলো বিক্রি হয়েছে। বলতে গেলে  এখন ইলিশ মিলছে না। তার ওপরে বড় সাইজের মাছ পেয়ে জেলেরা বেজায় খুশি রয়েছেন।

জাফরান

×