প্রথম আলোর চট্টগ্রাম অফিসে হামলার চেষ্টা। ছবি: সংগৃহীত।
দুর্বৃত্তরা রবিবার (২৫ নভেম্বর) রাতে চট্টগ্রাম শহরের দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলার চেষ্টা চালিয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপে কার্যালয়ে হামলা সফল হয়নি। রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে প্রায় দুই শতাধিক ব্যক্তি নগরের ২ নম্বর গেট এলাকা থেকে মিছিল বের করে এবং প্রবর্তক মোড়ে গিয়ে জড়ো হয়। মিছিলকারীরা এই সময় প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে।
ওসি মোহাম্মদ সোলায়মান বলেন, "প্রথম আলো কার্যালয়ের দিকে মিছিল আসছে এমন তথ্য পাওয়ার পর, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে অবস্থান নেয়। এ কারণে মিছিলকারীরা হামলা চালাতে পারেনি। বর্তমানে ওই এলাকায় পুলিশী নিরাপত্তা রয়েছে।" তিনি আরও জানান, এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তারেক আজিজ জানিয়েছেন, মিছিলকারীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন, তবে তাদের সঙ্গে অপরিচিত ব্যক্তিরাও ছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং প্রথম আলোর কার্যালয়ের পাশের এলাকায় পুলিশ অবস্থান করছে।
নুসরাত