ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ০০:১৯, ২৫ নভেম্বর ২০২৪

রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

রক্তদান কর্মসূচি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ইসলামিয়া মহিলা কলেজে মানবতার সেবায় রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানবতার সেবায় রক্তদান ফাউন্ডেশনের সদস্যরা জানান, রক্তদানের কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে তাদের এই আয়োজন। তরুণ প্রজন্ম দ্বারা এখন মানুষ সচেতন তাই এই উদ্যোগ হাতে নিয়েছেন তারা। সকল সাধারণ মানুষ এবং সকল তরুণদের মাঝে সচেতনতার বৃদ্ধি লক্ষে এবং স্বেচ্ছায় অসহায় মুমূর্ষ রোগিকে যাতে নিজের ব্লাড গ্রুপ জেনে ব্লাড ডোনেট করতে পারে তাই এই উদ্যোগ নিয়েছে। এখন পর্যন্ত সংগঠনের ২৪ তম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত থাকেন বাকেরগঞ্জ ইসলামিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোল্লা মাইনুল ইসলাম ও সকল শিক্ষক মানবতার সেবায় রক্তদান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক সৌরভ হাওলাদার, সদস্য সচিব পলাশ হোসেন, তথ্য বিষয় সম্পাদক  ইমাম হোসেন মুরাদ, ক্যাম্পেইন বিষয় সম্পাদিকা আসমা আক্তার, সুমাইয়া ইসলাম, মিম ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অমিত,  হাসান, সদস্য আশা মনি,  লামিয়া আক্তার, আয়শা রহমান, সাদিয়া ইসলাম    আরো স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠান সম্পূর্ণ করেন।

শহিদ

×