ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

ঝালকাঠি মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি

প্রকাশিত: ১৯:৫৮, ২৪ নভেম্বর ২০২৪

ঝালকাঠি মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় সেনাবাহিনীর ল্যাফঃ কর্ণেল সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেনসহ প্রশাসন স্তরসহ বিভিন্ন সরকারি অফিস আদালতের বিভাগীয় প্রধান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় স্টেডিয়ামে বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ ও সালাম গ্রহণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মহিলাদের জন্য বিশেষ অনুষ্ঠান, বিকেলে স্টেডিয়ামে হাডুডু, নিয়মিত ফুটবল খেলোয়ারদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা ও প্রতিফুটবল খেলার আয়োজন রাখা হয়েছে। এছাড়া সন্ধায় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। শিশু বিষয়ক কর্মকর্তা এর পূর্বে রচনা ও আবৃতি প্রতিযোগিতার আয়োজন করবে।

 

×