ব্যাংক থেকে চাকরিচ্যুতদের পুনবহালের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতুর দক্ষিণপ্রান্তে আখতারুজ্জামান বাবু চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় দক্ষিণ চট্টগ্রামে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার হয়।
জানা গেছে, এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের প্রায় তিন হাজার কর্মকর্তা-কর্মচারীকে ধাপে ধাপে সম্প্রতি চাকরিচ্যুত করা হয়। চাকরি পুনবহালের দাবিতে তারা সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেন। এ সময় দীর্ঘ দুইঘন্টা সড়ক বন্ধ থাকে।
সকাল সাড়ে ১০টার দিকে দুর্ভোগের শিকার স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ব্যাংকারদের সঙ্গে বাকবিতণ্ডাায় লিপ্ত হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
চাকরিচ্যুতরা বলেন, ইসলামি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রায় ৩০০০ কর্মকর্তা-কর্মচারী বৈষম্যের শিকার হয়েছেন। তাদেরকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে, যা বেআইনি ও অমানবিক একটি কাজ। তারা চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছেন।