ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

মৎস্য ঘেরের ফাঁদে বন্য মেছো বিড়াল আটক

নিজস্ব সংবাদদাতা,হবিগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৫, ২৪ নভেম্বর ২০২৪

মৎস্য ঘেরের ফাঁদে বন্য মেছো বিড়াল আটক

আটকা পড়া মেছো বিড়াল।

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে মৎস্য ঘেরের ফাঁদে একটি বিপন্ন বন্য মেছো বিড়াল আটক হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য জানান হবিগঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী।  এর আগে জেলার বানিয়াচং উপজেলা সদরের প্রথম রেখ মহল্লার মৎস্য খামারি লিলু মিয়ার মৎস্য ঘেরে বিড়ালটি আটক হয়।

এলাকাবাসী জানান, লিলু মিয়া তার মৎস্য ঘেরে ফাঁদ পেতে রাখেন। এ ফাঁদে একটি মেছো বিড়াল আটকা পড়ে। পরে বাড়িতে এনে লোহার খাঁচায় বন্দি করে রাখেন। বিড়ালটি দেখতে উৎসুক লোকজন তার বাড়িতে ভিড় জমাচ্ছেন। বিড়ালটি ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। বিপন্ন এই বণ্যপ্রাণীটি উদ্ধার করে নেওয়ার জন্য বন বিভাগে খবর দেওয়া হয়।

রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, মেছো বিড়ালটি জেলা সদরে নিয়ে এলে উপযুক্ত আবাসস্থল পাওয়া যাবে না। তার চেয়ে সেখানেই অবমুক্ত করা উচিত। সেজন্য স্থানীয় জনপ্রতিনধির মাধ্যমে এ কাজটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, অগ্রহায়ণ মাসে হাওড়াঞ্চলে মাছের উৎপাদন বেশি থাকে। মেছো বিড়াল রোগাক্রান্ত মাছ খেয়ে খামারির উপকার করে থাকে। তাদের ওপর আক্রমণ করা ঠিক নয়। প্রকৃতিতে নিরাপদ বিচরণ নিশ্চিত না করতে পারলে বিপন্ন এই প্রাণী এক সময় বিলুপ্ত হয়ে যাবে।

রাজু

×