ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

সাপে কাটা রোগী সাপ নিয়ে হাজির হলেন হাসপাতালে

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৭:১৫, ২৪ নভেম্বর ২০২৪

সাপে কাটা রোগী সাপ নিয়ে হাজির হলেন হাসপাতালে

মুরশিদা বেগম (৩০) নামের এক গৃহবধূকে সাপে দংশন করেছে। দংশনকারী ওই সাপকে মেরে রোগীর সাথে আনা হয়েছে হাসপাতালে। এ খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরলে জেলার বানারীপাড়া উপজেলা হাসপাতালে উৎসুক জনতার ভিড় জমেছিলো।
রোগীর স্বজনরা জানিয়েছেন, যে সাপে মুরশিদাকে দংশন করেছে সেটি বিষাক্ত কিনা তা জানতেই মূলত মেরে ফেলা সাপটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। রবিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া উপজেলা হাসপাতালের কত্যর্বরত চিকিৎসক ডা. রোমান ইবনে আহাদ জানান, জলডঙ্গা নামের সাপটি বিষাক্ত না হওয়ায় সাপে কাটা ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিলো।

পরবর্তীতে রবিবার দুপুরে তাকে সুস্থ্য অবস্থায় স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। হাসপাতালে পর্যাপ্ত বিষাক্ত সাপের অ্যান্টিভেনম ভেক্সিন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের স্ত্রী মুরশিদা বেগম বাড়ির পুকুর ঘাটে গৃহস্থলির কাজ করছিলেন। এসময় পুকুরের পানিতে ভাসমান একটি সাপ তার ডান পায়ের গোড়ালির ওপরে দংশন করে। এসময় তার ডাকচিৎকারে স্বামীসহ স্বজনরা দৌঁড়ে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে ওই সাপসহ মুরশিদাকে নিয়ে আসা হয় উপজেলা হাসপাতালে।

 

×