ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও জনগণ পায়নি ভোটের অধিকার: গয়েশ্বর

কেরানীগঞ্জ প্রতিনিধি।। 

প্রকাশিত: ১৭:০৮, ২৪ নভেম্বর ২০২৪; আপডেট: ১৭:৫১, ২৪ নভেম্বর ২০২৪

দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও জনগণ পায়নি ভোটের অধিকার: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে কিন্তু জনগণ  এখন ও তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। তাই জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

আজ ( ২৪ নভেম্বর) রবিবার বিকেলে  শুভাঢ্যা ইউনিয়ন ৪,৫,৬নং ওয়ার্ড   বিএনপি কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন, তিনি আর ও বলেন, দেশের জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষে সবাইকে ঐকবদ্ধ থাকতে হবে।

দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীপ হয়ে আছে।জনগন চায় তাদের ভোটের অধিকার ফিরে পেতে। জনগণ এখন একটি গণত্রান্ত্রিক সরকার চায়। কেরানীগঞ্জে মাধক,ভূমিদস্যুর কোনো স্থান নাই। সবাইকে মাধক ও ভূমিদস্যুদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির,সভাপতি, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক  সিরাজুল ইসলাম, দক্ষিণ থানা যুবদলের সভাপতি, অ্যাডভোকেট মোকাররম হোসেন সাজ্জাদ, বিএনপি নেতা ঈশা খা প্রমুখ।

রিয়াদ

×